দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার
https://parstoday.ir/bn/news/event-i145964-দক্ষিণ_কোরিয়ার_অভিশংসিত_প্রেসিডেন্ট_ইউন_সুক_ইওল_গ্রেফতার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেফতার করা হয়েছে। আজ (বুধবার) দেশটির সরকার সংক্ষিপ্ত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করার দায়ে তাকে গ্রেফতার করা হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:৫১ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেফতার করা হয়েছে। আজ (বুধবার) দেশটির সরকার সংক্ষিপ্ত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করার দায়ে তাকে গ্রেফতার করা হলো।

ইউনকে গ্রেফতারে তদন্তকারী কর্মকর্তাদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। দ্বিতীয়বারের চেষ্টায় তাকে গ্রেফতার করা হলো।

সবাইকে হতবাক করে দিয়ে গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন।

স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তাদের তলবে হাজির হতে অস্বীকৃতি জানান ইউন। এর জেরে ৩১ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

ইউনের বিরুদ্ধে জারি করা ওই গ্রেফতারি পরোয়ানার মেয়াদ শেষ হয় ৬ জানুয়ারি। পরে আদালত গ্রেফতারি পরোয়ানার মেয়াদ বাড়িয়েছে বলে তদন্তকারী কর্মকর্তারা জানান।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।