‘নৌবাহিনী বহুমুখী সক্ষমতা অর্জন করেছে’
ইরানের নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিমত্তার ভূয়সী প্রশংসা করলেন জেনারেল বাকেরি
-
মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি
ইরানের নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিমত্তার ভূয়সী প্রশংসা করেছেন দেশের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি বলেছেন, ইরানের নৌবাহিনী যেকোনো ধরনের জটিল পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে।
তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজ প্রণালির কাছে কৌশলগত জাস্ক অঞ্চলে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক অঞ্চল উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের নৌবাহিনী বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ, দক্ষতা ও পরিকল্পনা প্রণয়নের সক্ষমতা অর্জন করছে।
ইরানের বিশাল সমুদ্রসীমার প্রতি ইঙ্গিত করে জেনারেল বাকেরি বলেন, “আমরা যদি আমাদের দীর্ঘ উপকূলীয় সম্পদের সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমরা শুধু পশ্চিম এশিয়া অঞ্চল নয় সেইসঙ্গে গোটা বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিতে পরিণত হতে পারব।”
তিনি দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক অঞ্চলকে একটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত পয়েন্ট বলে অভিহিত করেন যা ইরানের নৌবাহিনীকে বিশ্বের সর্বত্র পৌঁছাতে সাহায্য করবে।
জেনারেল বাকেরি তার বক্তব্যের অন্যত্র বলেন, গত এক দশকে জলদস্যুরা আন্তর্জাতিক নৌ-রুটগুলোর নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা সত্ত্বেও ইরানের নৌ বহরগুলি বিপজ্জনক অঞ্চলের মধ্য দিয়ে এদেশের বাণিজ্যিক ও তেলবাহী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করেছে।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭