জাতিসংঘ মহাসচিবের মন্তব্য
অবশ্যই দক্ষিণ লেবাননে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে
-
লেবানন সীমান্তের কাছে ইসরাইলি ট্যাংক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দক্ষিণ লেবাননে অবশ্যই ইহুদিবাদী ইসরাইলের সামরিক অভিযান এবং দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। গতকাল (শুক্রবার) লেবাননের নাকুরা অঞ্চলে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফিল-এর সদর দপ্তর পরিদর্শনকালে গুতেরেস একথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা এলাকায় এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর অভিযান জাতিসংঘে পাস হওয়া ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন। এটি অবশ্যই বন্ধ হতে হবে। এই প্রস্তাব অনুসারে ২০০৬ সালে ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যকার ৩৩ দিনের যুদ্ধের অবসান ঘটে।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হলে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন তাতে জড়িয়ে পড়ে। গত ২৭ নভেম্বর জাতিসংঘের প্রচেষ্টায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় এবং আগামী ২৬ জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের কথা।
গত ২৭ নভেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই ৬০ দিনের মধ্যে লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ইহুদিবাদী ইসরাইলের সেনাদেরকে পরিপূর্ণভাবে প্রত্যাহার এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর পাশাপাশি লেবাননের সেনা মোতায়েনের করার কথা রয়েছে। কিন্তু ইসরাইল এখনো সীমান্তের কাছ থেকে তাদের সেনা পুরোপুরিভাবে সরিয়ে নেয়নি। চুক্তি অনুযায়ী সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরে হিজবুল্লাহ যোদ্ধাদের সরিয়ে আনার কথা।#
পার্সটুডে/এসআইবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।