‘বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়ন করলে সরকার থেকে বেরিয়ে যাব’
https://parstoday.ir/bn/news/event-i146064-বন্দী_বিনিময়_চুক্তি_বাস্তবায়ন_করলে_সরকার_থেকে_বেরিয়ে_যাব’
ইহুদিবাদী ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন গাভির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভা ‘গাজা যুদ্ধবিরতি’ চুক্তি অনুমোদন করে তাহলে তার দল সরকার থেকে বেরিয়ে যাবে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৫ ১৩:১১ Asia/Dhaka
  • বেন গাভির
    বেন গাভির

ইহুদিবাদী ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামার বেন গাভির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভা ‘গাজা যুদ্ধবিরতি’ চুক্তি অনুমোদন করে তাহলে তার দল সরকার থেকে বেরিয়ে যাবে। 

ইটামার বেন গাভির হচ্ছেন ইসরাইলের চরম উগ্রপন্থী ওৎজমা ইয়েহুদিত পার্টির প্রধান এবং তিনি নিজে চরমপন্থী নেতা হিসেবে পরিচিত। উগ্রবাদী বেন গাভির সাংবাদিকদের আরো বলেন, তার দল সরকার থেকে বেরিয়ে গেলেও যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে তারা সরকারে ফিরে আসবে।

বেন জাভিরের এই হুমকির বিরুদ্ধে যুদ্ধবাজ নেতানিয়াহুর লিকুদ পার্টি তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “যে কেউ ডানপন্থী সরকার ভেঙে দেবে, তাকে চির চিরন্তন অপমান হিসেবে স্মরণ করা হবে।”

গত বুধবার হামাস এবং ইহুদবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। আগামীকাল রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে, অন্যদিকে ইসরাইলের কারাগারে বন্দি ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। ইসরাইলের অনেকেই বলছেন, যেসব বন্দীকে কারাগার থেকে মুক্তি দেয়া হবে তার মধ্যে বহু প্রতিরোধ যোদ্ধা রয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মুক্তির বিষয়ে বেন গাভির আপত্তি জানিয়ে আসছেন।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন