গাজায় যুদ্ধ-বিরতি কার্যকর হলে আনসারুল্লাহ লোহিত সাগরে হামলা বন্ধ করবে
https://parstoday.ir/bn/news/event-i146116-গাজায়_যুদ্ধ_বিরতি_কার্যকর_হলে_আনসারুল্লাহ_লোহিত_সাগরে_হামলা_বন্ধ_করবে
ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, গাজায় (আজ রোববার থেকে যে যুদ্ধ-বিরতি কার্যকর হচ্ছে) যুদ্ধ-বিরতি কার্যকর হলে এই আন্দোলন লোহিত সাগরে ফিলিস্তিনিদের পক্ষে সামরিক অভিযান বন্ধ করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৫ ১৭:৪৮ Asia/Dhaka
  • ফিলিস্তিনের পক্ষে ইয়েমেনের রাজধানী সান্আয় আনসারাুল্লাহ সেনাদের মিছিল, ১৭ জানুয়ারি,২০২৫
    ফিলিস্তিনের পক্ষে ইয়েমেনের রাজধানী সান্আয় আনসারাুল্লাহ সেনাদের মিছিল, ১৭ জানুয়ারি,২০২৫

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, গাজায় (আজ রোববার থেকে যে যুদ্ধ-বিরতি কার্যকর হচ্ছে) যুদ্ধ-বিরতি কার্যকর হলে এই আন্দোলন লোহিত সাগরে ফিলিস্তিনিদের পক্ষে সামরিক অভিযান বন্ধ করবে।

আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আল বুখাইতি গতকাল এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।

তিনি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ-বিরতির সমঝোতা প্রসঙ্গে দেয়া এই বিবৃতিতে বলেছেন, ইসরাইল যদি গাজায় আগ্রাসন বন্ধ করে... তাহলে আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্কিত সামরিক ও বাণিজ্য জাহাজগুলোর ওপর হামলা বন্ধ করব।

আনসারুল্লাহর সিনিয়র কমান্ডার আবদুস সালাম আল হৌসিও এই যুদ্ধ-বিরতির সমঝোতাকে স্বাগত জানিয়েছেন এবং এই সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরাইলি ও মার্কিন শত্রুরা মাসের পর মাস ভয়ানক অপরাধযজ্ঞ চালানোর পর গাজায় যুদ্ধ-বিরতি মেনে নিতে বাধ্য হয়েছে।  আবদুস সালাম গাজার মুজাহিদিন বা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে মহান, বিস্ময়কর ও শত্রুদের মনোবলের ওপর প্রভাব-সৃষ্টিকারী বলে প্রশংসা করেছেন।

এদিকে আনসারুল্লাহ গাজায় যুদ্ধ-বিরতি চলার সময় ইয়েমেনে কোনো আগ্রাসন চালানোর মারাত্মক পরিণতি সম্পর্কে লোহিত সাগরে সক্রিয় শত্রুদের সতর্ক করে দিয়ে আজ (রোববার) বলেছে, এ ধরনের আগ্রাসনের জবাব দেয়ার সময় কোনো লাল-সীমানা মানা হবে না। #

পার্সটুডে/এমএএইচ/১৯
 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।