‘গাজায় মারাত্মকভাবে পরাজিত হয়েছে দখলদার ইসরাইল’
প্রতিরোধ ফ্রন্টকে পরাজিত করার ক্ষমতা ইসরাইলের নেই: জেনারেল হাতামি
-
নেতার উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর একজন সিনিয়র উপদেষ্টা বলেছেন, ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্টের সামরিক ও আদর্শগত শক্তিকে ধ্বংস করার ক্ষমতা ইহুদিবাদী ইসরাইলের নেই।
সোমবার রাজধানী তেহরানে ইরানি সেনা কমান্ডারদের এক সমাবেশে এ প্রত্যয় জানান সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেন, গাজা উপত্যকা ও লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইল মারাত্মকভাবে পরাজিত হয়েছে এবং রাজনৈতিকভাবেও ইসরাইল বিপর্যয়ের শিকার হয়েছে।
তিনি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে এবং বিশ্বজুড়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ‘পশ্চিমা দেশগুলির প্রত্যক্ষ সমর্থন ও আন্তর্জাতিক সংস্থাগুলির মৃত্যুসম নীরবতাকে পুঁজি করে ইহুদিবাদী-আমেরিকান অক্ষের ষড়যন্ত্র ও বিদ্বেষের গভীরতা’ উন্মোচিত করেছে।
জেনারেল হাতামি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান শুরুর আগে ইহুদিবাদী ইসরাইল আঞ্চলিক মুসলিম ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনকে একটি স্বাভাবিক বিষয়ে পরিণত করেছিল। কিন্তু ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের সে ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে।
ইরানের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাস ও হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীকে বিপর্যয়কর পরাজয়ের মুখোমুখি করেছে। ইহুদিবাদী বাহিনী যুদ্ধ করে তার পণবন্দিদের মুক্ত করতে ব্যর্থ হয়ে আরো বেশি ক্ষতির হাত থেকে বাঁচতে একটি অবমাননাকর যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। আল-আকসা তুফান শুরু হওয়ার আগের তুলনায় ইসরাইল এখন রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
গাজা উপত্যকায় ১৫ মাসের আগ্রাসন সত্ত্বেও ইসরাইল নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে গত বুধবার হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে। রোববার দুপুরের আগে থেকে চুক্তিটি কার্যকর হয় এবং ওই দিন ৩ ইহুদিবাদী নারী সেনাকে মুক্তি দেয়ার মাধ্যমে ইসরাইলি কারাগারে আটক ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করে আনে হামাস। চুক্তিটি কয়েক ধাপে বাস্তবায়িত হওয়ার মাধ্যমে গাজা থেকে ইসরাইল পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেবে বলে কথা রয়েছে। #
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।