কারাগারে আত্মহত্যা করা সুইস নাগরিক সামরিক স্থাপনার ছবি তুলেছিল
https://parstoday.ir/bn/news/event-i146230
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগ জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে সুইজারল্যান্ডের যে নাগরিক ইরানের একটি কারাগারে আত্মহত্যা করেছেন তিনি ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি ক্যামেরাবন্দি করেছিলেন। এর পরপরই সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির দায়ে তাকে আটক করা হয়। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৫ ০৯:৫৯ Asia/Dhaka
  • ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির
    ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগ জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে সুইজারল্যান্ডের যে নাগরিক ইরানের একটি কারাগারে আত্মহত্যা করেছেন তিনি ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি ক্যামেরাবন্দি করেছিলেন। এর পরপরই সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির দায়ে তাকে আটক করা হয়। 

গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির সেমনান প্রদেশে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বললেন, সুইজারল্যান্ডের ওই নাগরিক গত অক্টোবর মাসে আফগানিস্তানের হেরাত প্রদেশ থেকে ইরানের মাশহাদ শহরে পর্যটক হিসেবে প্রবেশ করেন। সেমনান প্রদেশে প্রবেশের আগে ওই ব্যক্তি ইরানের বিভিন্ন প্রদেশ সফর করেন এবং সেমনান প্রদেশের একটি সামরিক নিয়ন্ত্রিত এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইরানের বিচারবিভাগের মুখপাত্র জানান, এই ব্যক্তি নামিবিয়ায় জন্মগ্রহণ করেন এবং পরে তিনি সুইজারল্যান্ডের নাগরিক হন। ডেলটা সামরিক এলাকা থেকে তাকে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত এলাকার ছবি তোলার জন্য আটক করা হয়। তিনি মূলত একটি শত্রু দেশের সাথে সহযোগিতা করে এই ছবি তোলেন। আটকের পর তাকে কারাগারে পাঠানো হয় এবং একই সাথে তেহরানে সুইজারল্যান্ডের দূতাবাসকে বিষয়টি জানানো হয়। 

জাহাঙ্গিরি বলেন, ইরানি প্রিজন্স অর্গানাইজেশনের সহযোগিতায় আটক সুইস নাগরিকের বিভিন্ন অনুরোধ বিবেচনায় নেয়া হয় এবং তিনি নিরামিষভোজী হওয়ার কারণে তাকে সেভাবেই খাবার সরবরাহ করা হয়। 

জাহাঙ্গিরি জানান, "ঘটনার দিন সকালের নাস্তা করার পর তার সেলমেটের অনুপস্থিতিতে তিনি কারাকক্ষের বিদ্যুৎ বন্ধ করে দেন এবং ক্যামেরার আওতায় না থাকা স্থানে টয়লেটের পর্দা কেটে আত্মহত্যা করতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু তাদের প্রচেষ্টা সত্ত্বেও সুইস নাগরিক মারা যান।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৩