ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রতি প্রেসিডেন্টের আহ্বান
(last modified Sat, 25 Jan 2025 06:49:03 GMT )
জানুয়ারি ২৫, ২০২৫ ১২:৪৯ Asia/Dhaka
  • আব্দুল লতিফ রশিদ
    আব্দুল লতিফ রশিদ

ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ সেদেশে হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের অব্যাহত হস্তক্ষেপের সমালোচনা করে বলেছেন: "দুঃখজনকভাবে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুর্কি বাহিনী হস্তক্ষেপ অব্যাহত রেখেছে। আমরা তুরস্ককে এই হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।"

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে আব্দুল লতিফ রশিদ জোর দিয়ে বলেন, ইরাক একটি স্বাধীন-সার্বভৌম দেশ। কোনো দেশকেই ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না।

তুরস্ক দীর্ঘদিন ধরে ইরাকের সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অব টার্কি বা পিকেকে'র সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে। ইরাক সরকার বারবার উত্তর ইরাকে তুর্কি বাহিনীর সামরিক আক্রমণকে দখলদারিত্বের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে।

ইরাকি প্রেসিডেন্ট সাক্ষাতকারে ইরানকে ইরাকের জন্য একটি মহান ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বর্ণনা করে বলেন, বাগদাদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ইরান ও ইরাকের জনগণ সামাজিক, ধর্মীয় এমনকি পারিবারিকভাবেও পরস্পরের সঙ্গে যুক্ত।#

 পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।