২০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি প্রতিরোধ সংগঠনগুলোর বিশাল বিজয়ের প্রমাণ
(last modified Sun, 26 Jan 2025 03:37:27 GMT )
জানুয়ারি ২৬, ২০২৫ ০৯:৩৭ Asia/Dhaka
  • ২০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি প্রতিরোধ সংগঠনগুলোর বিশাল বিজয়ের প্রমাণ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বেশ কয়েকজন সিনিয়র হামাস সদস্যসহ ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ ঘটনাকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর বড় ধরনের বিজয় হিসেবে দেখা হচ্ছে।

গতকাল (শনিবার) হামাস গাজায় তাদের হাতে আটক চার ইহুদিবাদী নারী সেনাকে মুক্তি দেয়ার কয়েক ঘণ্টা পর এসব ফিলিস্তিনিকে ছেড়ে দেয় তেল আবিব।

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বাস পশ্চিম তীরের রামাল্লাহ শহরে পৌঁছালে সেখানে হাজার হাজার উৎফুল্ল মানুষ তাদেরকে স্বাগত জানান। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, এ সময় উৎসুক জনতা ফিলিস্তিনের পাশাপাশি হামাসের পতাকা বহন করেন এবং বিজয়ের আনন্দ উদযাপন করেন।

পশ্চিম তীরের পাশাপাশি মুক্তিপ্রাপ্ত ১৬ ফিলিস্তিনি কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেন। এছাড়া আরো ৭০ গাজাবাসী ফিলিস্তিনিকে গাজায় প্রবেশ করতে না দিয়ে মিশরে পাঠায় ইহুদিবাদী বাহিনী। তারা পরবর্তীতে রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করবেন বলে আশা করা হচ্ছে।

শনিবার যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে বহুবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন ফিলিস্তিনি রয়েছেন। এদের মধ্যে ২৩ জন ১৯৯৩ সালে কুখ্যাত অসলো চুক্তি স্বাক্ষরেরও আগে ইসরাইলের হাতে বন্দি হয়েছিলেন।  ৩২ বছরেরও বেশি সময় ইহুদিবাদী কারাগারে আটক থেকে শনিবার যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ৬৯ বছর বয়সি যোদ্ধা মোহাম্মাদ আত-তুস।

শনিবার আরো যারা মুক্তি পেয়েছেন তাদের মধ্যে প্রতিরোধ আন্দোলনগুলোর বহু কমান্ডার ও যোদ্ধা রয়েছেন। এদের মধ্যে হামাসের এমন ৮১ সদস্য মুক্তি পেয়েছেন যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। ইসলামি জিহাদ আন্দোলনের মুক্তিপ্রাপ্ত ২১ সদস্যকেও আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল মানবতার শত্রু ইসরাইল।#

পার্সটুডে/এসআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।