ইসরাইলের জন্য ২,০০০ পাউন্ডের একটি বোমার চালান অবমুক্ত করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i146332-ইসরাইলের_জন্য_২_০০০_পাউন্ডের_একটি_বোমার_চালান_অবমুক্ত_করলেন_ট্রাম্প
ইহুদিবাদী ইসরাইলের জন্য ২,০০০ পাউন্ড ওজনের বোমার একটি স্থগিত চালান অবমুক্ত করেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকার ওপর ইসরাইলি নারকীয় গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ ওঠার পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ওই চালান স্থগিত করেছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৫ ১০:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলের জন্য ২,০০০ পাউন্ডের একটি বোমার চালান অবমুক্ত করলেন ট্রাম্প

ইহুদিবাদী ইসরাইলের জন্য ২,০০০ পাউন্ড ওজনের বোমার একটি স্থগিত চালান অবমুক্ত করেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকার ওপর ইসরাইলি নারকীয় গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ ওঠার পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ওই চালান স্থগিত করেছিলেন।

ইসরাইলি কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সোইস জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসুরির আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এখন পেন্টাগন ‘আগামী কয়েকদিনের মধ্যে’ ইসরাইলের কাছে দুই হাজার পাউন্ড ওজনের ১,৮০০টি এমকে-৮৪ বোমার চালান পাঠাবে।

গত বছরের মে মাসে তেল আবিবের জন্য প্রস্তুত করা চালানটি স্থগিত করে দেন বাইডেন। তবে তার আগে গাজায় গণহত্যা চালানোর  জন্য ইসরাইলকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে বাইডেন প্রশাসন।

কিন্তু মে মাসে ইসরাইল ‘ফিলাডেলফিয়া করিডোর’খ্যাত গাজার সঙ্গে মিশরের রাফাহ সীমান্ত দখল করে নিলে তার কথিত প্রতিবাদে বোমার চালানটি বন্ধ করে দেয় ওয়াশিংটন। পরে অবশ্য জুলাই মাসে এটি ছেড়ে দেয়ার গুজব উঠলেও শেষ পর্যন্ত সেটি ছাড়েনি বাইডেন প্রশাসন।

তবে ওই চালানটি না পাঠালেও এর আগে ও পরে মার্কিন সরকার গাজাবাসীকে হত্যা করার জন্য ইসরাইলকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দেয়। ওয়াশিংটন প্রতি বছর তেল আবিবকে যে পরিমাণ অস্ত্র সাহায্য দেয় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এক বছরেরও কম সময়ের মধ্যে তার ছয় গুণ অস্ত্র দিয়ে ইহুদিবাদী সরকারকে সাহায্য করে।#

 পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।