হামাসের ধারণা
ইসরাইল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী ক্ষেত্র হবে পশ্চিম তীর
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মনে করছে, ইহুদিবাদী ইসরাইল এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে অধিকৃত পশ্চিম তীর।
গতকাল (শনিবার) মিডল ইস্ট আই অনলাইন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের পলিটি ব্যুরোর সদস্য বাসেম নাঈম এই ধারণার কথা বলেছেন। তিনি বলেন, এই ধারণার মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরাইল পবিত্র আল-কুদস শহর সহ পশ্চিম তীরকে সংযুক্ত করার লক্ষ্য ঠিক করেছে এবং এ কারণে সেখানে যুদ্ধ হবে।
পশ্চিমা শক্তিগুলোর ব্যাপক সমর্থন নিয়ে ১৯৬৭ সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরাইল পবিত্র আ- কুদস বা জেরুজালেম শহর সহ পশ্চিম তীর দখল করে নেয়। এরপর সেখানে শতশত অবৈধ ইহুদি বসতি স্থাপন করে এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের ওপরে চরম নিপীড়ন ও দুর্ভোগ চাপিয়ে দিয়েছে। তবে বাসেম নাঈম জানিয়েছেন, দখলদার ইসরাইলের প্রাণঘাতী হামলা ও দখলদারিত্বের অধীনে বসবাসের বিকল্প মেনে নেবে না হামাস।
ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তি সইয়ের এক সপ্তাহ পর হামাসের এই পলিট ব্যুরোর সদস্য এসব কথা বললেন।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।