ডোনাল্ড ট্রাম্প এবারো প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যেতে পারেন
https://parstoday.ir/bn/news/event-i146340-ডোনাল্ড_ট্রাম্প_এবারো_প্রথম_রাষ্ট্রীয়_সফরে_সৌদি_আরব_যেতে_পারেন
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন। প্রথম মেয়াদেও সবার আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৫ ১৩:০২ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প এবারো প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যেতে পারেন

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন। প্রথম মেয়াদেও সবার আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় গতকাল (শনিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, তার প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর ব্রিটেনে হয়ে থাকে।

সাংবাদিকদের ট্রাম্প জানান, আমেরিকার কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় তিনি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন। তিনি বলেন, “যদি সেই প্রস্তাব সঠিক হয়, আমি আবারও তাই করব।”

আমেরিকার ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তার প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে বিবেচনা করেছিলেন।

প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব যান। সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তরবারি নিয়ে ট্রাম্পের নাচ ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এবার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকায় ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে ২০১৭ সালের চেয়ে এখনকার বৈশ্বিক রাজনীতি অনেকটাই আলাদা। ফলে এখনই শেষ কথা বলার সুযোগ নেই।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।