দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন: তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i146412-দক্ষিণ_লেবাননে_ইসরাইলি_সেনাদের_যুদ্ধবিরতি_লঙ্ঘন_তীব্র_নিন্দা_জানাল_ইরান
দক্ষিণ লেবাননে নিজ ঘরবাড়িতে ফিরে আসতে উন্মুখ জনতার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, তেল আবিব এ হামলা চালিয়ে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৮, ২০২৫ ১৪:৫৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

দক্ষিণ লেবাননে নিজ ঘরবাড়িতে ফিরে আসতে উন্মুখ জনতার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, তেল আবিব এ হামলা চালিয়ে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এই নিন্দা জানিয়ে বলেছেন, ইসরাইলি সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সুস্পষ্ট যুদ্ধাপরাধ করছে।

গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার কথা ছিল। কিন্তু তেল আবিব তা না করে উল্টো গত রোববার ৬০ দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর দক্ষিণ লেবাননের যেসব অধিবাসী তাদের ঘরবাড়িতে ফিরে যাচ্ছিলেন ইহুদিবাদী সেনারা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে বহু মানুষ হতাহত হন।

বাকায়ি এ পরিস্থিতির জন্য ইসরাইলের পাশাপাশি যুদ্ধবিরতির দুই প্রধান নিশ্চয়তাকারী দেশ আমেরিকা এবং ফ্রান্সেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবানন থেকে সরে না গিয়ে দেশটির ওপর দখলদারিত্ব বজায় রেখেছে যার ফলে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হচ্ছে।

ইরানের এই মুখপাত্র দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী- ইউনিফিলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, লেবাননের সরকার ও জনগণকে পৃষ্ঠপোষকতার দেয়ার অবস্থানে ইরান অটল থাকবে। সেইসঙ্গে ইসরাইলি আগ্রাসনের মোবাকিলায় প্রতিরোধ সংগঠনগুলোকে সহযোগিতা করে যাবে তেহরান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৮