গাজা থেকে হামাসকে তাড়াতে এবার ট্রাম্প প্রশাসনের চাপ
https://parstoday.ir/bn/news/event-i146468-গাজা_থেকে_হামাসকে_তাড়াতে_এবার_ট্রাম্প_প্রশাসনের_চাপ
ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে বহিষ্কারের জন্য মিশরের ওপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৫ ১০:৪৬ Asia/Dhaka
  • গাজা থেকে হামাসকে তাড়াতে এবার ট্রাম্প প্রশাসনের চাপ

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে বহিষ্কারের জন্য মিশরের ওপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আতিকে বলেন, “হামাস যাতে আর কখনো গাজা শাসন করতে না পারে তা ঠেকানোর জন্য দুই পক্ষের মধ্যে সহযোগিতা থাকা প্রয়োজন।” 

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর ইসরাইল সমস্ত শক্তি নিয়ে গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালায়। এতে মার্কিন সরকার অন্ধভাবে ইসরাইলকে সমর্থন জানায় এবং কার্যত তারা গণহত্যামূলক যুদ্ধে জড়িয়ে পড়ে।  

১৫ মাসের আগ্রাসনে ইসরাইল ৪৭ হাজার ৩০৬ জন ফিলিস্তিনিকে শহীদ করলেও হামাসকে তারা নির্মূল করতে সক্ষম হয়নি। বরং হামাসের সাথে তারা চুক্তির মাধ্যমে বন্দী ইসরাইলিদের উদ্ধারের চেষ্টা করছে। সেক্ষেত্রে প্রকৃতপক্ষে ইসরাইল হামাসের করুণার ওপর নির্ভর করেছে। 

গাজা উপত্যকার ওপর ইসরাইল আগ্রাসন শুরু করার পর ঘোষণা দিয়েছিল- তারা গাজাকে হামাস মুক্ত করবে এবং ইসরাইলের নিয়ন্ত্রণে গাজা পরিচালিত হবে। কিন্তু হামাস শুরু থেকেই বলে আসছে ইসরাইলের এই লক্ষ্য কখনো পূরণ হবে না। 

ইসরাইল যখন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে তখন ট্রাম্প ক্ষমতায় বসেই গাজাকে ফিলিস্তিনি মুক্ত করতে চাইছেন এবং সেখানকার অধিবাসীদের মিশর ও জর্দানে চলে যাওয়ার কথা বলেছেন।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।