ইরানে হামলা হলে গোটা অঞ্চলে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে: পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i146530-ইরানে_হামলা_হলে_গোটা_অঞ্চলে_ভয়াবহ_যুদ্ধ_ছড়িয়ে_পড়বে_পররাষ্ট্রমন্ত্রীর_হুঁশিয়ারি
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সম্ভাব্য মার্কিন ও ইসরাইলি হামলার বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা তেমন কোনো ভুল করলে গোটা অঞ্চলে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১১:২৬ Asia/Dhaka
  • ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা
    ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সম্ভাব্য মার্কিন ও ইসরাইলি হামলার বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা তেমন কোনো ভুল করলে গোটা অঞ্চলে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে।

শুক্রবার কাতার সফরে গিয়ে দেশটির আল-জাযিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরাকচি বলেন, “আমার ধারনা, ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা হলে গোটা অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়বে। আঞ্চলিক কোনো দেশ বা তাদের পশ্চিমা মিত্ররা সেরকম কিছু আশা করে বলে আমার মনে হয় না।”

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর কাজে ওয়াশিংটন তেল আবিবকে সহযোগিতা করতে পারে কিনা- আল-জাযিরার সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মার্কিনিরা এমন ভুল হিসাব নিকাষ করবে কিনা তা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে।”  তিনি জোর দিয়ে বলেন, এবার হামলা হলে ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক।  

গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের ১৫ মাসব্যাপী ভয়াবহ গণহত্যার সময় ইরান দুই বার তার ভূখণ্ডে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের জবাব দিয়েছে। ট্রু প্রমিজ ১ ও ২ নামের ওই অভিযানগুলোতে ইরান সফলভাবে ইসরাইলের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

সাইয়্যেদ আরাকচি সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকা ও ইসরাইল জানে ইরানের পক্ষে তাদের কোন কোন টার্গেটে কতটা ভয়ঙ্কর হামলা করা সম্ভব। কাজেই তারা যেকোনো কাজ ভেবেচিন্তে করবে বলে তিনি আশা প্রকাশ করেন।#
পার্সটুডে/এমএমআই/১  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।