ইসরাইলের কাছে নতুন করে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে ট্রাম্প প্রশাসন
https://parstoday.ir/bn/news/event-i146678-ইসরাইলের_কাছে_নতুন_করে_১০০_কোটি_ডলারের_অস্ত্র_বিক্রি_করবে_ট্রাম্প_প্রশাসন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইহুদিবাদি ইসরাইলের কাছে নতুন করে ১০০ কোটি ডলার মূল্যমানের বোমা ও অন্যান্য সামরিক উপকরণ বিক্রির উদ্যোগ নিয়েছে। আজ (মঙ্গলবার) এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০২৫ ১৯:১২ Asia/Dhaka
  • আমেরিকার সরবরাহ করা বোমায় ফিলিস্তিনের জেনিনে ইসরাইলি হামলা
    আমেরিকার সরবরাহ করা বোমায় ফিলিস্তিনের জেনিনে ইসরাইলি হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইহুদিবাদি ইসরাইলের কাছে নতুন করে ১০০ কোটি ডলার মূল্যমানের বোমা ও অন্যান্য সামরিক উপকরণ বিক্রির উদ্যোগ নিয়েছে। আজ (মঙ্গলবার) এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

অস্ত্র বিক্রির সঙ্গে সম্পৃক্ত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র প্যাকেজে এক হাজার পাউন্ড ওজনের চার হাজার ৭০০টি বোমা রয়েছে যার মূল্য ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি। পাশাপাশি ক্যাটারপিলার নির্মিত ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যমানের অস্ত্রসজ্জিত বুলডোজারও থাকছে এই তালিকায়।

সংবাদপত্রটি জানিয়েছে, অস্ত্র বিক্রির এই প্রস্তাবটি মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ কংগ্রেসের কাছে উপস্থাপন করা হয়েছে। কংগ্রেস নেতাদের শিগগির এই প্রস্তাবে অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, 'কংগ্রেসের প্রগতিশীল সদস্যরা এই উদ্যোগের সমালোচনা করতে পারেন। নিন্দিত হতে পারে প্রকৌশলবান্ধব উপকরণ নির্মাতা ক্যাটারপিলার। মূল কারণ, এর আগে ইসরাইল এ ধরনের বুলডোজার ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে দেওয়ার কাজে ব্যবহার করেছে।

এর আগে ইসরাইলের কাছে দুই হাজার পাউন্ড ওজনের বোমা বিক্রির একটি উদ্যোগ স্থগিত করেছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। একইসঙ্গে ট্রাম্প নিশ্চিত করেন, ভবিষ্যতেও ইসরাইলের কাছে অস্ত্রের কোনো চালান স্থগিত করা হবে না।

এমন সময় ট্রাম্প প্রশাসন অস্ত্র বিক্রির এই উদ্যোগ হাতে নিয়েছে যখন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফর করছেন। আজই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ও পণবন্দি বিনিময়ের চুক্তি নিয়ে আলাপ হবে। পাশাপাশি নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আরও ৮০০ কোটি ডলার মূল্যমানের অস্ত্র বিক্রির অনুরোধ জানাতে পারে। যার মধ্যে বিভিন্ন ধরণের বোমা, ক্ষেপণাস্ত্র এবং কামান রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে। ওই প্রস্তাবটি বাইডেনের আমলে আসলেও শেষ মুহূর্ত পর্যন্ত বিক্রি স্থগিত রাখতে সক্ষম হয়েছিল সাবেক কর্মকর্তারা।#

পার্সটুডে/এমএআর/৪