গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধীর তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ
https://parstoday.ir/bn/news/event-i146734-গাজায়_ইসরাইলি_যুদ্ধাপরাধীর_তদন্ত_শুরু_করেছে_সুইস_কর্তৃপক্ষ
সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ তাদের দেশে অবস্থান করা এক ইসরাইলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। ব্রাসেলস-ভিত্তিক মানবাধিকার বিষয়ক আইনজীবীদের সংগঠন রজর ফাউন্ডেশন বা এইচআরএফ তার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র দাখিল করার পর সুইস কর্তৃপক্ষ এই উদ্যোগ নিতে যাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৫ ১১:৪৫ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধীর তদন্ত শুরু করেছে সুইস কর্তৃপক্ষ

সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ তাদের দেশে অবস্থান করা এক ইসরাইলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। ব্রাসেলস-ভিত্তিক মানবাধিকার বিষয়ক আইনজীবীদের সংগঠন রজর ফাউন্ডেশন বা এইচআরএফ তার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র দাখিল করার পর সুইস কর্তৃপক্ষ এই উদ্যোগ নিতে যাচ্ছে।

ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরাইলি সেনাদের যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দখলদার সরকারের দায়মুক্তির বিষয়টিকে চ্যালেঞ্জ করে এইচআরএফ এর আগে একটি অভিযোগ দায়ের করার পর সুইস কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, অভিযোগ পত্রে গাজা উপত্যকায় সংঘটিত মারাত্মক যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের সঙ্গে ব্যক্তিটির জড়িত থাকার বিস্তারিত প্রমাণ তুলে ধরা হয়েছে। ওই ইসরাইলির বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা, ঘরবাড়ি ও হাসপাতাল ধ্বংস করা, নিরপরাধ এবং নিরিহ পরবিবারগুলোকে জোরপূর্বক বাস্তুচ্যুত করাসহ আরো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা।

অবরুদ্ধ গাজার বিরুদ্ধে টানা ১৫ মাস ধরে ইসরাইলি শাসক গোষ্ঠীর গণহত্যামূলক ভয়াবহ যুদ্ধের পর এই তদন্ত শুরু হয়েছে। ইসরাইলি বাহিনীর বর্বরোচিত আগ্রসানে গাজায় এখন পর্যন্ত ৪৭,০০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় সামরিক  বন্ধ করার লক্ষ্যে  জানুয়ারিতে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়েছিল কিন্তু পরিস্থিতি আরো মারাত্মক অবনতি ঘটানোর উদ্দেশ্যে তেল আবিব যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে।#

পার্সটুডে/এমবিএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।