আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i146780-আন্তর্জাতিক_অপরাধ_আদালতের_বিরুদ্ধে_নিষেধাজ্ঞা_জারি_করলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিসংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারিকে 'অবৈধ' ঘোষণা করে তিনি এই পদক্ষেপ নিলেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২৫ ১৬:৩২ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারিসংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারিকে 'অবৈধ' ঘোষণা করে তিনি এই পদক্ষেপ নিলেন।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি ২০২৪ সালের ২১ নভেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত করা, মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়াসহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার, যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করাসহ বেশকিছু অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি যুদ্ধাপরাধী নেতানিয়াহু ওয়াশিংটন সফর করেছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের দুই দিন পর ট্রাম্প আইসিসির বিরুদ্ধে এই নির্বাহী আদেশে সই করলেন। 

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন, ‘আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।’

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির এই পদক্ষেপের ফলে মার্কিনরা বিপদে পড়েছে। মার্কিনরা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেফতারের আশঙ্কার মধ্যে রয়েছে।

ট্রাম্পের নির্বাহী আদেশের আওতায় মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছে তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা বিধিনিষেধ জারি করা হবে বলে বিবিসি জানিয়েছে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০২০ সালে আইসিসির তৎকালীন প্রসিকিউটর ফাতু বেনসুদা এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তা ও কর্মীদের উপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।#

পার্সটুডে/এমএআর/৭