ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি হামলা বৃদ্ধি; ২ নারী শহীদ
https://parstoday.ir/bn/news/event-i146896-ফিলিস্তিনের_পশ্চিম_তীরে_ইসরাইলি_হামলা_বৃদ্ধি_২_নারী_শহীদ
অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। সেখানকার নুর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় দুজন নারী শহীদ হয়েছেন। তাদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২০:২৮ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। সেখানকার নুর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় দুজন নারী শহীদ হয়েছেন। তাদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ওই শরণার্থী শিবিরে ফিলিস্তিনি পরিবারের ওপর এলোপাতাড়ি গুলি চালায় দখলদার বাহিনী। গতকাল রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে সোন্দস জামাল মুহাম্মদ শালাবি নামের এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। ২৩ বছর বয়সী শালাবি ও তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর কারণ হিসেবে আহত দম্পতিকে দ্রুত হাসপাতালে নিতে ইসরাইলি বাহিনীর বাধা দেওয়ার কথা বলা হয়েছে। পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাহাফ ফৌয়াদ আবদুল্লাহ আল-আশকার নামের ২১ বছর বয়সী আরেক নারী ইসরাইলি বাহিনীর হাতে নিজ বাড়িতে নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফা জানায়, রোববার দিনের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তুলকারাম অঞ্চলে শরণার্থী শিবিরে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়ে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলের গোয়েন্দা বিমানগুলো খুব নিচ দিয়ে উড়ে যায় এবং হামলা চালায়।

স্থানীয় সূত্রের বরাতে আল-জাজিরা আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকাটিতে প্রচণ্ড গুলিবর্ষণ আর বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের তুলকারাম ব্যাটেলিয়ন জানিয়েছেন, নুর শামস এলাকায় ইসরায়েলি বাহিনীকে তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।