ট্রাম্পের দম্ভোক্তি থামছে না; 'গাজার মালিকানা নিয়ে নেব'
https://parstoday.ir/bn/news/event-i146898-ট্রাম্পের_দম্ভোক্তি_থামছে_না_'গাজার_মালিকানা_নিয়ে_নেব'
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা কিনতে ও এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির কিছু অংশের পুনর্গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও সুযোগ দিতে পারেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২০:৫৫ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা কিনতে ও এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির কিছু অংশের পুনর্গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও সুযোগ দিতে পারেন।

তিনি দম্ভের সুরে বলেন, “আমি গাজা কিনতে ও এর মালিকানা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদূর সম্ভব আমরাই পুনর্গঠন করবো, কিছু অংশ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দিতে পারি, আমাদের আশীর্বাদে অন্যরাও এটা করতে পারে। কিন্তু আমরা এটির মালিকানা, দখল নিতে এবং হামাস যেন ফিরতে না পারে তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।”

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লীগের সুপার বোল চ্যাম্পিয়নশীপে অংশ নিতে নিউ অরলিয়ান্সে যাওয়ার পথে রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প এমন দম্ভোক্তি করেন।

তিনি বলেন, সেখানে ফিরে যাওয়ার কিছু নেই। জায়গাটি এখন ধ্বংসস্তূপ। যেটুকু বাকি আছে তাও ভেঙে ফেলা হবে। সবই ধ্বংস হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি কিছু ফিলিস্তিনি শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়ার কথাও বিবেচনা করে দেখতে পারেন, তবে সেক্ষেত্রে তাদের আবেদনগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা করে বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।

গাজা কেনা ও এর মালিকানা নিতে চাওয়া ট্রাম্পের সর্বশেষ এ মন্তব্যের নিন্দা জানিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজজাত আল রাশক।

তিনি বলেছেন, “গাজা কেনাবেচার সম্পত্তি নয়, এটা আমাদের অধিকৃত ফিলিস্তিনি ভূমির অবিচ্ছেদ্য অংশ। ফিলিস্তিনিরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া পরিকল্পনা ভন্ডুল করে দেবে।"।  ট্রাম্প এর আগে অন্য আরেক ভূখণ্ড গ্রিনল্যান্ড কিনে নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নিজের অবস্থান বুঝতে অক্ষম। তিনি নিজেকের গোটা বিশ্বের নিয়ন্ত্রক ভাবতে শুরু করেছেন।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।