ইরান বিশ্বের জন্য একটি মডেল: পুতিনের প্রযুক্তি বিষয়ক সহকারী
https://parstoday.ir/bn/news/event-i146906-ইরান_বিশ্বের_জন্য_একটি_মডেল_পুতিনের_প্রযুক্তি_বিষয়ক_সহকারী
রাশিয়ার প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী বলেছেন, "ইসলামী প্রজাতন্ত্র ইরান অনেক দেশের জন্য এমনকি সমগ্র বিশ্বের জন্য একটি মডেল দেশ।"
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১১:৪৮ Asia/Dhaka
  • ইরান বিশ্বের জন্য একটি মডেল: পুতিনের প্রযুক্তি বিষয়ক সহকারী

রাশিয়ার প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী বলেছেন, "ইসলামী প্রজাতন্ত্র ইরান অনেক দেশের জন্য এমনকি সমগ্র বিশ্বের জন্য একটি মডেল দেশ।"

রাশিয়ায় ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী এবং ইরানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অবকাশে প্রেসিডেন্ট পুতিনের সহকারী আন্দ্রেই ফুরসেনকো বলেন, "ইরান অনেক দেশের জন্য এমনকি সমগ্র বিশ্বের জন্য একটি আদর্শ দেশ।"

ইরনার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফুরসেনকো আরো বলেছেন, "যখনই আমরা ইরানের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে এই দেশটি কঠিন পরিস্থিতিতেও তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।"

পুতিনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী, মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরো জোরদার বিশেষ করে দুই দেশের মধ্যে কৌশলগত বিভিন্ন চুক্তি স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে বলেন: "ইরান এবং রাশিয়া কিছু দিক থেকে একে অপরের পরিপূরক এবং বেশ কিছু বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে, তাই দুই দেশের মধ্যে সর্বোচ্চ সম্পর্ক ও সহযোগিতা এগিয়ে নেয়ার অনেক সুযোগ রয়েছে।"

গতকাল ১০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় মস্কোতে ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী এবং ইরানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভলিয়েভ এবং মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বক্তব্য দেন।

অনুষ্ঠানে রাশিয়ার আরও বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো, বিখ্যাত দার্শনিক আলেকজান্ডার ডুগিন, রাশিয়ার প্রসিকিউটর জেনারেল, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং সামরিক অ্যাটাশেরা।

এ ছাড়া এই অনুষ্ঠানের পাশাপাশি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইরানের অগ্রগতির একটি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। #

পার্সটুডে/রেজওয়ান  হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।