ফিলিস্তিনিদের উচ্ছেদে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল জর্দান
(last modified Wed, 12 Feb 2025 07:03:32 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১৩:০৩ Asia/Dhaka
  • রাজা আবদুল্লাহ ও ট্রাম্প
    রাজা আবদুল্লাহ ও ট্রাম্প

জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, গাজা দখল এবং ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট যে পরিকল্পনা ঘোষণা করেছেন তার বিরুদ্ধে আরব দেশগুলো ঐক্যবদ্ধ।

গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সাথে বৈঠকের পর আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে রাজা আবদুল্লাহ বলেন, "গাজা এবং পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে আমি জর্দানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছি, এটি ঐক্যবদ্ধ আরব অবস্থান" তবে, আবদুল্লাহ জানান, তার দেশ প্রায় দুই হাজার অসুস্থ ফিলিস্তিনি শিশুকে আশ্রয় দেবে।

তিনি বলেন, "আমরা অবিলম্বে যা করতে পারি তার মধ্যে একটি হলো দুই হাজার শিশুকে আশ্রয় দেয়া, যারা ক্যান্সার আক্রান্ত এবং খুব অসুস্থ অবস্থায় রয়েছে।"

ট্রাম্পের সাথে উত্তেজনাপূর্ণ বৈঠকের আগে রাজা আবদুল্লাহ একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

ক্যান্সার আক্রান্ত শিশুদের আশ্রয় দেয়ার বিষয়ে ট্রাম্প বলেন, এটি সত্যিই একটি সুন্দর পদক্ষেপ" তিনি দাবি করেন, জর্দানের বাদশাহ হোয়াইট হাউসে আসার আগে তিনি এ সম্পর্কে জানতেন না।

গত মাসে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজা আবদুল্লাহ হলেন প্রথম আরব নেতা যিনি ট্রাম্পের সাথে দেখা করলেন।

এদিকে, মিশরও গাজাবাসীকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। ফলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।