ইরাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পেল ইরানি অ্যানিমেশন
https://parstoday.ir/bn/news/event-i148908-ইরাকে_আন্তর্জাতিক_চলচ্চিত্র_উৎসবে_দুটি_পুরস্কার_পেল_ইরানি_অ্যানিমেশন
পার্স টুডে - ইরাকে অনুষ্ঠিত বাবেল আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে ইরানের দুটি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন পুরস্কার জিতেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ৩০, ২০২৫ ১৫:৩৯ Asia/Dhaka
  • ইরাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পেল ইরানি অ্যানিমেশন

পার্স টুডে - ইরাকে অনুষ্ঠিত বাবেল আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবে ইরানের দুটি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন পুরস্কার জিতেছে।

গত ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ইরাকের বাবেল শহরে এই উৎসবের পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হয়। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, এই উৎসবে সাইয়েদ মোহসেন পুরমোহসেনি-শাকিব পরিচালিত ইরানি অ্যানিমেশন "পুতিন" বিশেষ জুরি পুরস্কার জিতেছে এবং জাহরা খোরশিদি পরিচালিত অ্যানিমেশন "মোতাওয়াম" সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন "পুতিন" একটি যুদ্ধবিধ্বস্ত শহরে এক পাখির গল্প বলে, যে তার বাচ্চাদের খাওয়ানোর জন্য খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়।

অন্যদিকে, "মোতাওয়াম" অ্যানিমেশনটি মিডিয়া ও বিনোদনের প্রভাবের এই যুগে পড়াশোনা ও সামাজিক সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করে। এর বিশ্বজনীন ও সামাজিক বার্তার কারণে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ব্যাপক প্রশংসা পেয়েছে।#

পার্সটুডে/এমএআর/৩০