প্রতিরক্ষা মেলা পরিদর্শন করলেন ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১৯:০০ Asia/Dhaka
আজ (বুধবার) সকালে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক ঘন্টা ধরে প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেছেন।
তেহরানে আয়োজিত এই মেলার নাম দেওয়া হয়েছে- 'শক্তিমত্তা-১৪০৩'। এই মেলায় প্রতিরক্ষা শিল্প খাতের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সর্বশেষ সক্ষমতা ও অর্জন তুলে ধরা হয়েছে।
এই মেলায় আকাশ প্রতিরক্ষা, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্মার্ট যুদ্ধাস্ত্র, মহাকাশ প্রযুক্তি, ড্রোন ও বিমান, নৌযান এবং জ্বানানি ক্ষেত্রে ব্যবহৃত উন্নত সরঞ্জাম ও নতুন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।
এই প্রদর্শনীতে প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাখ্যা তুলে ধরেছেন।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ