গাজা নিয়ে ট্রাম্পের বিকল্প প্রস্তাব আনতে যাচ্ছে আরব দেশগুলো
(last modified Sat, 15 Feb 2025 08:57:28 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১৪:৫৭ Asia/Dhaka
  • গাজা নিয়ে ট্রাম্পের বিকল্প প্রস্তাব আনতে যাচ্ছে আরব দেশগুলো

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ভূখণ্ডটির দখল নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার বিকল্প হিসেবে ভিন্ন প্রস্তাব আনার চেষ্টা চালাচ্ছে কয়েকটি আরব দেশ। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব।

ফিলিস্তিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আরব দেশগুলো বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে। ১০টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে এ মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিসর, জর্দান ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো।

বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা করা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন। এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা। পাঁচটি সূত্র এ তথ্য জানিয়েছে বলে রয়টার্স দাবি করেছে।

গাজা থেকে ফিলিস্তিনিদের ‘নির্মূল’ করে জর্দান ও মিসরে পুনর্বাসনের ট্রাম্পের পরিকল্পনায় আরব বিশ্বের দেশগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে। ট্রাম্পের এ প্রস্তাব তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করেছে কায়রো ও আম্মান। তারা বলেছে, এ ধরনের পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করে তুলবে।

বার্তা সংস্থা রয়টার্স সৌদি আরব, মিসর, জর্দানসহ আরব বিশ্বের ১৫টি সূত্রের সঙ্গে কথা বলেছে। তারা ট্রাম্পের পরিকল্পনার বদলে বিকল্প প্রস্তাব আনার জন্য দ্রুত কাজ করার কথা জানিয়েছে। এর মধ্যে সৌদি সরকারের সূত্র বলেছে, গাজার ভবিষ্যৎ নিয়ে এরইমধ্যে কমপক্ষে চারটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প হিসেবে এ মুহূর্তে মিসরের একটি খসড়া প্রস্তাব আলোচনার কেন্দ্রে রয়েছে। এসব প্রস্তাবে কী রয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।