মণিপুরে নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি সিপিআইএম পলিট ব্যুরোর
https://parstoday.ir/bn/news/event-i147052
জনগণের স্বার্থে ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি। বিজেপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বলে সিপিআই পলিটব্যুরোর এক বিবৃতিতে উল্লেখ করা হযেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১৭:২৭ Asia/Dhaka
  • মণিপুরে নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি সিপিআইএম পলিট ব্যুরোর

জনগণের স্বার্থে ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি। বিজেপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বলে সিপিআই পলিটব্যুরোর এক বিবৃতিতে উল্লেখ করা হযেছে।

গতকাল (শুক্রবার) সিপিআইএম পলিটব্যুরোর বিবৃতিতে নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বুধবারের মধ্যেই বিধানসভা ডাকার কথা ছিল। কিন্তু বিজেপি’র নির্দেশে বিধানসভার বাজেট অধিবেশন পিছিয়ে দেন রাজ্যপাল।

পলিট ব্যুরো বলেছে, রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের মেয়াদে গত দু’বছর ধরে অশান্ত ছিল মণিপুর। মণিপুরে অশান্তির প্রধান দায় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। তার পক্ষপাতিত্বমূলক আচরণের বিষয়টি এখন আদালতে বিবেচনাধীন। বীরেন সিংয়ের বিরুদ্ধে প্রমাণও দেয়া হয়েছে আদালতে। সে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।’’

পলিট ব্যুরো বলেছে, অশান্তির সময় বিজেপির রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মণিুপুরের জনগণের কঠিন সঙ্কট সমাধানে এগিয়ে আসতে অস্বীকার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও অশান্ত মণিপুর পরিদর্শনে যাননি।

পলিট ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি করা সমস্যার কোন সমাধান নয়। কেন্দ্রীয় সরকার  মনিপুরের পরিস্থিতির দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। জনসমাজে গভীর বিভাজনের পরিবেশ কাটাতে ওই রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া জরুরি।

পলিট ব্যুরো বলেছে, রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে।#

পার্সটুডে/জিএআর/১৫