ষষ্ঠ পর্যায়ের বন্দি বিনিময়: গাজা থেকে কেবল কুদসের দিকেই অভিবাসন হবে
-
ষষ্ঠ পর্যায়ের বন্দি বিনিময়: গাজা থেকে কেবল কুদসের দিকেই অভিবাসন হবে
গাজা উপত্যকার খান ইউনূস থেকে আল-আলম নিউজ নেটওয়ার্কের সংবাদদাতার উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে: ইসরাইলি বন্দী স্থানান্তর স্কোয়ারে একাধিক বার্তা রয়েছে।
অন্যান্য বিষয়ের পাশাপাশি এই মর্মে সতর্ক করে দেওয়া হয়েছে যে, গাজা থেকে অধিকৃত কুদস ছাড়া আর কোনও দিকে অভিবাসন হবে না।
পার্সটুডে আরও জানায়, ৩ জন ইসরাইলি বন্দীকে আল-কাসসাম ব্রিগেড এবং কুদস ব্রিগেড রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। তারপর রেডক্রস ইসরাইলি পক্ষের কাছে হস্তান্তর করে। ওই হস্তান্তর স্থান থেকে সরাসরি সাক্ষাৎকার প্রচার করেছে আল-আলম। সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে: এই স্থানে, ইয়াহিয়া সিনওয়ারের ছবির পাশে, ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা লেখা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টসহ যারা গাজাবাসীদের জোরপূর্বক অভিবাসন চায় এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও নির্বাসনের কথা বলে, তাদের সকলের জন্য এই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি হলো: গাজা থেকে অভিবাসন কেবল অধিকৃত কুদসের দিকেই হবে।
তিনি জোর দিয়ে বলেন যে প্রতিরোধ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছবিও এ কথাই বলে যে, ফিলিস্তিনি জনগণ শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবে, কখনও নতি স্বীকার করবে না।
আজ সকালে, যুদ্ধবিরতি চুক্তির কাঠামোর মধ্যে ৬ষ্ঠ দফা বন্দি বিনিময় করা হয়েছে। ফিলিস্তিন প্রতিরোধ বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসে অবস্থিত একটি স্থানে ৩ ইসরাইলি বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে। হস্তান্তরকৃত ওই ৩ ইসরাইলি হলেন আলেকজান্ডার তুরোবানভ, সাকি ডেকেল হান এবং ইয়ায়ির হর্ন।#
পার্সটুডে/এনএম/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।