ইরানের সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর
https://parstoday.ir/bn/news/event-i147074-ইরানের_সশস্ত্র_বাহিনী_দেশের_প্রতিরক্ষা_সক্ষমতা_শক্তিশালী_করতে_বদ্ধপরিকর
ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় নিয়ে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর। এ প্রত্যয় জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১০:২৬ Asia/Dhaka
  • ইরানের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম
    ইরানের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম

ইরানের সশস্ত্র বাহিনী দেশটির বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় নিয়ে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর। এ প্রত্যয় জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান।

তিনি শনিবার তেহরানে এক বক্তৃতায় বলেন, “প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য আমাদেরকে একাডেমিক গবেষণায় গতি আনতে হবে।”

যুদ্ধের ক্রমবর্ধমান প্রকৃতি এবং ইরানের সামনে থাকা হুমকির কথা উল্লেখ করে জেনারেল পুরদাস্তান বলেন, বিশ্বের দাম্ভিক শক্তি একসঙ্গে তার সকল সক্ষমতা ব্যবহার করে ইরানকে পরাজিত করার জন্য এদেশের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালিয়েছিল।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানবিরোধী হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, “টাম্প ও তার সহকারীরা ইরানের সঙ্গে যুদ্ধ চায়, তাই আমাদেরকে যেকোনো হুমকি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।”

সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে বলেন, তিনি ইরানে বোমাবর্ষণ করার চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করতে চান। ট্রাম্প আরো বলেন, “ইরানিরা নিশ্চয়ই মরতে চাইবে না। কেউই মরতে চায় না।”

তার এ হুমকির জবাব দিতে  গিয়ে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার পরিপন্থি এবং তেহরান এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ব্যাপারে অভিযোগপত্র দায়ের করা হয়েছে বলে তিনি জানান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬