বিশিষ্ট সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী ব্যক্তিরা বৈরুতে ভিড় জমাচ্ছেন
(last modified Sat, 22 Feb 2025 04:51:38 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:৫১ Asia/Dhaka
  • বিশিষ্ট সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, প্রভাবশালী ব্যক্তিরা বৈরুতে ভিড় জমাচ্ছেন

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজায় সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সামাজিক মাধ্যমের প্রভাবশালী ব্যক্তিদের একটি বিরাট অংশ রাজধানী বৈরুতে জড়ো হয়েছেন। আগামীকাল রোববার স্থানীয় সময় দুপুর একটায় এই জানাযা অনুষ্ঠিত হবে।

গত ২৭ সেপ্টেম্বর মার্কিন নির্মিত বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী হাসান নাসরুল্লাহকে শহীদ করার পর সামাজিক মাধ্যমে নেমে আসা শোকের ছায়া লেবাননের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী তার বিশাল প্রভাব তুলে ধরে।

ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ বৈরুতের দাহিয়েহ এলাকার ছয়টি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে শহীদ হন হাসান নাসরুল্লাহ। হামলার পাঁচ মাসেরও বেশি সময় পর বৈরুতের বিমানবন্দর এবং রাস্তায় অবিরাম মানুষের ভিড় দেখা যাচ্ছে। তাদের অনেকেই হিজবুল্লাহর পতাকা ওড়াচ্ছেন এবং নাসরুল্লাহর ছবি বহন করছেন।

সামাজিক মাধ্যমের অ্যাক্টিভিস্ট এবং প্রভাবশালী ব্যক্তিরা লেবাননের রাজধানীতে আসার সাথে সাথে সোশ্যাল মিডিয়া তাদের ছবি দিয়ে ভরে উঠেছে। রোববারের জানাযা উপলক্ষে বৈরুতে আসা লেকাজনের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা, মর্কিন রাজনৈতিক ভাষ্যকার জ্যাকসন হিঙ্কেল, ব্রাজিলের সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার, এক্স ব্যবহারকারী অ্যাক্টিভিস্ট সারাহ, নো পিস উইদাউট জাস্টিসের সভাপতি টারা রেইনর ওগ্র্যাডিসহ বহু বিশিষ্ট ব্যক্তি। তারা সবাই হাসান নাসরুল্লাহর শাহাদাতের স্থানে ছবি তুলছেন আবার অনেকেই বৈরুতে ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞের বর্ণনা দিচ্ছেন।

২০০৬ সালে ইসরাইলের সাথে যুদ্ধের সময় হিজবুল্লাহর পক্ষে নেতৃত্ব দেয়ার জন্য পরিচিত নাসরুল্লাহ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন এবং মধ্যপ্রাচ্যজুড়ে তার সমর্থকরা তার প্রতি বিশেষ সম্মান করে থাকেন।#

পার্সটুডে/এসআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।