মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i147328
একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত ১৯ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে গতকাল (শনিবার) মার্কিন নিউজ চ্যানেল- ফক্স নিউজ খবর দিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ০৯:৫০ Asia/Dhaka
  • মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী

একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত ১৯ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে গতকাল (শনিবার) মার্কিন নিউজ চ্যানেল- ফক্স নিউজ খবর দিয়েছে।

পেন্টাগনের সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চ্যানেলটি জানায়, ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় যুদ্ধবিমানটিতে হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়।

একই দিন একটি অত্যাধুনিক মার্কিন এমকিউ-৯ ড্রোন লক্ষ্য করেও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেন।  গাজা যুদ্ধের দীর্ঘ ১৫ মাসে এ ধরনের বেশ কিছু মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন।

অবশ্য ফক্স নিউজে প্রকাশিত এসব খবরের ব্যাপারে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যা শুরু করার পর ইয়েমেনের সেনাবাহিনী বিগত ১৫ মাসে ইসরাইল ও আমেরিকার স্বার্থে শত শত হামলা চালায়।

গত মাসের গোড়ার দিকে তারা লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায় ইয়েমেন। এর ফলে রণতরীটি লোহিত সাগরের উত্তর অংশে চলে যেতে বাধ্য হয়।

এছাড়া গত ডিসেম্বরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করে, তারা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। সে সময় ইঙ্গো-মার্কিন যৌথ বাহিনী ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের অবস্থানে বোমাবর্ষণ করতে এসেছিল। কিন্তু একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বাকি বিমানগুলো আর হামলা না চালিয়ে পালিয়ে যায়।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩