রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার দাবি মহম্মদ সেলিমের
(last modified Sun, 23 Feb 2025 13:13:49 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১৯:১৩ Asia/Dhaka
  • রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার দাবি মহম্মদ সেলিমের

ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের অভিযোগ, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যে বিদেশি টাকা ব্যবহার করা হচ্ছে।

আজ (রোববার) ডানকুনিতে সিপিআই(এম) এর ২৭ তম রাজ্য সম্মেলনের অবসরে সংবাদ সম্মেলনে একথা বললেন মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘২০১১ সালের পর থেকে দেখা গিয়েছে নির্বাচনে ভোট চুরি ও সন্ত্রাসীদের জন্য বিদেশি টাকা ব্যবহার করা হয়েছে। বিদেশের টাকা চিট ফান্ডের নাম করে এরাজ্যের তৃণমূলের ঘরে ঢুকেছে। মানুষের ভোট প্রভাবিত করার জন্য বিজেপি এবং তৃণমূল উভয়েই বিদেশি টাকা ব্যবহার করেছে। তাই তারা পরস্পরকে দোষারোপ করে না।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের নির্বাচনে গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়ানোর জন্য আমাদের থেকে ২১ মিলিয়ন ডলার যাবে কেন? ট্রাম্পের ঐ  মন্তব্যের পর থেকে ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিদেশি টাকা দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে ব্যবহারের অভিযোগ নতুন নয়।

সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, সাহস থাকলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া অর্থের বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করুক। তিনি আরও বলেন, ‘‘সিপিআই(এম) ইলেক্টোরাল বন্ডের বিরুদ্ধে মামলা করেছিল, এবারও বিদেশি ফান্ডের বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি।  

সিপিএম নেতা বলেন, ‘ট্রাম্প বলছে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে মোদীকে ভোটদানের হার বাড়ানোর জন্য। এ বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি। নরেন্দ্র মোদী বিশ্বগুরু হওয়ার চেষ্টা করছে, আবার বাইরে থেকে টাকা নিয়েছে গণতন্ত্র দেখানোর জন্য।’ এসব টাকা টাকা কোথা থেকে আসে তা জানা দরকার জাতীয় নিরাপত্তার জন্য। সেই টাকা যদি প্রশাসনকে কেনা এবং ভোটে  জেতার জন্য ব্যবহার হয় তাহলে তা  স্পষ্টত অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ।

পার্সটুডে/জিএআর/২৩