হামাসের ঘোষণা
ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নয়
নির্ধারিত ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি না দেয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনা করবে না ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারজাওয়ি এ তথ্য জানিয়েছেন।
এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৪৮ হাজার ৩৪০ জনে পৌঁছেছে।
দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে শহীদদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।
অন্যদিকে, দুই দশকের মধ্যে প্রথমবারের মতো দখলকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে ইসরাইল। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেনাবাহিনীকে সেখানে "দীর্ঘমেয়াদী অবস্থানের" জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। এরইমধ্যে উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরাইলি হামলার কারণে ৪০ হাজার ফিলিস্তিনি সেখান থেকে পালিয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।