জার্মানিতে নির্বাচনে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি বড় কোনো দল
(last modified Mon, 24 Feb 2025 12:19:44 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১৮:১৯ Asia/Dhaka
  • জার্মানিতে নির্বাচনে জয়ী হলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি বড় কোনো দল

জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ-সিএসইউ জয়ী হয়েছে। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি জোটটি। তারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ৩০ শতাংশ পিছিয়ে আছে।

নিবৃাচনে ভরাডুবি হয়েছে চ্যান্সেলর ওলাফ শোলযের দলের। তার ভাষায়- তিক্ত নির্বাচন ফলাফলের পর তার মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক বা এসপিডি দলের পরাজয় মেনে নিয়েছেন। এরইমধ্যে মের্জের জোটের সমর্থকেরা বিজয় উদ্‌যাপন করছেন। তাদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন মের্জ। তার সামনে যে দায়িত্ব রয়েছে, তা তিনি জানেন বলেও উল্লেখ করেন।

নির্বাচনে অপর বিজয়ী দল হলো কট্টর ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি। দলটি ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে রেকর্ড দ্বিতীয় স্থান অর্জনকে উদ্‌যাপন করছে।

গত বছর ওলাফ শলৎজের নেতৃত্বাধীন তিনদলীয় জোট ভেঙে যাওয়ার পর মের্জ ভোটারদের কাছে তার দলের জন্য ভোট চান।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।