স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা থামিয়ে দিল পুলিশ
(last modified Mon, 24 Feb 2025 12:14:39 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১৮:১৪ Asia/Dhaka
  • সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পরিস্থিতি আগের মতোই আছে, ছোট-খাটো কিছু ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সেটা কখনও কোনও মিডিয়া বলেনি।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট’ অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে।’’

উপদেষ্টার পদত্যাগের দাবির প্রশ্নে তিনি বলেন, ‘পদত্যাগ তো পদত্যাগ। অনেকে তো আমার জানাজাও পড়ে ফেলেছে।’

ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তার পদত্যাগ দাবি করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে  সারা দেশে ছিনতাই, ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়া গণপদযাত্রাটি শিক্ষা ভবনের সামনে আটকে দিয়েছে পুলিশ।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হয়। শিক্ষাভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। আন্দোলনকারীরা সেখানেই ঘণ্টাব্যাপী সমাবেশ করে বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।

ব্যারিকেড দিয়ে পদযাত্রা আটকে দেওয়া হলে শিক্ষার্থী-তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধার মুখে তারা আর সচিবালয়ের দিকে এগুতে পারেনি। তবে লাঠিপেটা বা পানি-কামান ব্যবহারের ঘটনা ঘটেনি। #

পার্সটুডে/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।