ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হতে পারে চলতি সপ্তাহে
https://parstoday.ir/bn/news/event-i147388
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান এই সপ্তাহে হতে পারে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১৮:২৬ Asia/Dhaka
  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হতে পারে চলতি সপ্তাহে

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সাথে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান এই সপ্তাহে হতে পারে।

লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের দুপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে বেশ মনোযোগী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনায় তেমন কোনো শক্তিশালী অবস্থান নেই এবং তাকে আন্তর্জাতিক শান্তি আলোচনাগুলো থেকে দূরে থাকা উচিত।

লেভিট আরো জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এই সপ্তাহান্তে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন যে, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।