প্রতিরোধ ফ্রন্ট ইসরাইলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে: কলিবফ
https://parstoday.ir/bn/news/event-i147396-প্রতিরোধ_ফ্রন্ট_ইসরাইলের_বিরুদ্ধে_কৌশলগত_বিজয়_অর্জন_করেছে_কলিবফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, গাজা উপত্যকায় ১৫ মাসের গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ০৯:৩৯ Asia/Dhaka
  • প্রতিরোধ ফ্রন্ট ইসরাইলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে: কলিবফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, গাজা উপত্যকায় ১৫ মাসের গণহত্যামূলক যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে।

তিনি গতকাল (শনিবার) তেহরানে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

ইসরাইলি আগ্রাসনের মুখে তীব্র প্রতিরোধ গড়ে তোলায় তিনি ফিলিস্তিনি ও লেবাননবাসীর ভূয়সী প্রশংসা করেন। কলিবফ বলেন, প্রতিরোধ ফ্রন্ট মুসলিম উম্মাহর জন্য বিজয়ের এক মহাকাব্য তৈরি করেছে যেখানে ‘তলোয়ারের ওপর রক্তের বিজয়’ সূচিত হয়েছে।

ইরানের এই শীর্ষ সাংসদ আরো বলেন, ইহুদিবাদী বাহিনীর গণহত্যা, আগ্রাসন ও অপরাধযজ্ঞের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণ ‘অতুলনীয় প্রতিরোধ’ গড়ে তুলেছিলেন। একইসঙ্গে লেবাননের জনগণও আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন বলে কলিবফ জানান।

তিনি বলেন, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের পর তিনি বৈরুত সফরে গিয়ে দেখতে পান, নাসরুল্লাহর শাহাদাত সত্ত্বেও লেবাননের জনগণ দৃঢ় মনোবল নিয়ে ইহুদিবাদী বাহিনীর মোকাবিলা করে যাচ্ছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করেছেন, ইহুদিবাদী ইসরাইল একটি দুর্বল শক্তি এবং এটি নিজের জন্য যে প্রাচীর নির্মাণ করেছে তা তাকে নিরাপত্তা দিতে পারবে না।

সাক্ষাতে জিয়াদ আন-নাখালে বলেন, প্রতিরোধ ফ্রন্ট ইসরাইলের মোকাবিলায় নিজের শক্তি সীমাবদ্ধ করে ফেলবে নানা বরং প্রয়োজনে আমেরিকার ও তার মিত্রদের বিরুদ্ধেও লড়াই করবে। প্রতিরোধ ফ্রন্ট ইসরাইলকে গাজায় যুদ্ধবিরতি দিতে বাধ্য করেছে বলেও নাখালা ঘোষণা করেন।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।