রাশিয়ার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার অঙ্গীকার করলেন পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i147428-রাশিয়ার_সঙ্গে_সম্পর্ককে_নতুন_উচ্চতায়_নেয়ার_অঙ্গীকার_করলেন_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে তার দেশের স্বাক্ষরিত চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন এবং আঞ্চলিক বিষয়াদিতে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:০৩ Asia/Dhaka
  • ল্যাভরভ ও পেজেশকিয়ানের বৈঠক
    ল্যাভরভ ও পেজেশকিয়ানের বৈঠক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে তার দেশের স্বাক্ষরিত চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন এবং আঞ্চলিক বিষয়াদিতে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

গতকাল (মঙ্গলবার) তেহরান সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘ক্রমবর্ধমান’ হিসেবে বর্ণনা করে তিনি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো বিশেষ করে ব্যাপকভিত্তিক কৌশলগত চুক্তি বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, “দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বাড়ানোর উল্লেখযোগ্য সামর্থ্য ইরান ও রাশিয়ার রয়েছে এবং আমরা তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে বদ্ধপরিকর।”

তিনি দুই দেশের মধ্যে একটি অবিচ্ছিন্ন ও গঠনমূলক সম্পৃক্ততার ওপর জোর দেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান ও রাশিয়া তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করতে চায়। দ্বিপক্ষীয় সংলাপের পাশাপাশি সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের মতো সংগঠনের গঠনকাঠামোর আওতায় এ সহযোগিতা সম্ভব।

সাক্ষাতের রুশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার এবং বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর জোর দেন। তিনি বলেন, বিশেষ করে ব্যাপকভিত্তিক কৌশলগত চুক্তি বাস্তবায়নকে মস্কো অগ্রাধিকার দিয়েছে।

গতমাসে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মস্কো সফরের সময় দু’দেশ ব্যাপকভিত্তিক কৌশলগত চুক্তি সই করে। রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতিতে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি ওই চুক্তিতে তেহরান ও মস্কোর মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা শক্তিশালী করার কথা বলা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।