৪০ বছরের রক্তপাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে
(last modified Sun, 02 Mar 2025 03:52:47 GMT )
মার্চ ০২, ২০২৫ ০৯:৫২ Asia/Dhaka
  • ৪০ বছরের রক্তপাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এর ফলে কুর্দি বিচ্ছিন্নতাবাদকে কেন্দ্র করে তুরস্কে ৪০ বছরের সংঘর্ষ ও রক্তপাতের অবসান ঘটার প্রবল সম্ভাবনা দেখা দিল।

পিকেকে’র প্রতিষ্ঠাতা নেতা আব্দুল্লাহ ওজালান কারাগার থেকে তার গোষ্ঠীর নেতাদের প্রতি পাঠানো এক বার্তায় অস্ত্রসমর্পণ করার আহ্বান জানানোর পর এ যুদ্ধবিরতি ঘোষণা করা হলো।  গত ৪০ বছরে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে তুর্কি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছে।

পিকেকে’র নির্বাহী কমিটি শনিবার এক বিবৃতিতে বলেছে, “শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের নেতা আব্দুল্লাহ ওজালান যে আহ্বান জানিয়েছেন তা বাস্তবায়ন করতে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করছি, যা আজ থেকেই কার্যকর হবে।”

বিবৃতিতে আরো বলা হয়, “ওজালানের আহ্বানে যা কিছু যেভাবে বলা হয়েছে আমরা হুবহু তা বাস্তবায়ন করব। আমাদের কোনো সদস্য আক্রান্ত না হলে আর অস্ত্র হাতে তুলে নেবে না।”

বিবৃতিতে আশা প্রকাশ করে বলা হয়, এর মাধ্যমে বর্তমানে ৭৫ বছর বয়সি আব্দুল্লাহ ওজালান তুর্কি কারাগার থেকে মুক্তি পাবেন। ১৯৯৯ সালে ৪৯ বছর বয়সে তিনি আটক হয়েছিলেন।

ওজালান মুক্তি পেয়ে পিকেকে সদস্যদের নিরস্ত্রীকরণসহ শান্তি প্রতিষ্ঠার অন্যান্য বিষয় তদারকি করতে পারবেন বলে পিকেকের নির্বাহী কমিটির বিবৃতিতে আশা প্রকাশ করা হয়। তবে এতে যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হলেও অস্ত্র সমর্পণের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২