ইসরাইল গাজায় আগ্রাসন শুরু করলে ইয়েমেনও পাল্টা হামলা চালাবে 
(last modified Sun, 02 Mar 2025 06:08:12 GMT )
মার্চ ০২, ২০২৫ ১২:০৮ Asia/Dhaka
  • ইসরাইল গাজায় আগ্রাসন শুরু করলে ইয়েমেনও পাল্টা হামলা চালাবে 

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে তাহলে ইয়েমেনও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে হামলা শুরু করবে।

তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন, তেল আবিব হচ্ছে ইহুদিবাদি ইসরাইলের সবচেয়ে জনবহুল শহর এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শহর ইয়েমেনি যোদ্ধাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। 

আব্দুল মালিক আল-হুতি বলেন, যদি গাজায় আবার আগ্রাসন শুরু করা হয় তাহলে ইয়েমেন তাতে জড়িয়ে পড়বে এবং পুরো ইসরাইলে হামলা চালাবে তবে তেল আবিব হবে প্রাথমিক লক্ষ্য। আনসারুল্লাহ নেতা আরো বলেন, গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইয়েমেন এবং ইহুদিবাদী শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে।"

আবদুল মালিক আল-হুথি উল্লেখ করেন, চুক্তি লঙ্ঘনের জন্য ইসরাইল আমেরিকার সমর্থন পাচ্ছে।

তিনি গাজা-মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর এবং রাফাহ সীমান্ত ক্রসিং থেকে ইসরাইলের সৈন্য প্রত্যাহারের বিষয়ে অস্বীকৃতি জানানোর নিন্দা করেন, যা গাজা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, এই লঙ্ঘনগুলোকে আমেরিকা উৎসাহিত করছে।#

পার্সটুডে/এসআই/২