ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i147656
ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডাপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। সোমবার কয়েকটি সংবাদমাধ্যম মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০৪, ২০২৫ ১০:০৯ Asia/Dhaka
  • ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডাপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। সোমবার কয়েকটি সংবাদমাধ্যম মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সামরিক সহযোগিতা বন্ধ থাকবে।

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে আরো বলা হয়, “এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয়, সাময়িক সময়ের জন্য।”

আমেরিকার যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে পরিবহণ বিমান বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এমন সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম। এছাড়া, ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে থাকা অস্ত্রও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

এরইমধ্যে সাময়িক অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।#

পার্সটুডে/এসআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।