কাবুলে ১৩ মার্কিন সেনা হত্যায় জড়িত এক 'শীর্ষ সন্ত্রাসী'কে গ্রেফতারে পাকিস্তানের সহায়তা
(last modified Wed, 05 Mar 2025 06:16:55 GMT )
মার্চ ০৫, ২০২৫ ১২:১৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২১ সালে কাবুল বিমানবন্দরে ১৩ জন মার্কিন সেনা হত্যায় জড়িত এক 'শীর্ষ সন্ত্রাসী'কে গ্রেফতারে পাকিস্তান সহায়তা দিয়েছে। 

তাকে বিচারের জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নেয়া হচ্ছে বলে ট্রাম্প আজ (বুধবার) জানান। 

ট্রাম্প তাকে 'শীর্ষ সন্ত্রাসী" বলে উল্লেখ করেছেন এবং এই 'দানব-কে গ্রেফতারে সহায়তা দেয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। 

২০২১ সালের ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে দুই আত্মঘাতী বোমা হামলাকারী ও বন্দুকধারীদের হামলায় ১৭০ জন আফগান ও ১৩ মার্কিন সেনা নিহত হয়েছিল। ওই ১৩ মার্কিন সেনা বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার কাজ করছিল। বিমানবন্দর দিয়ে ভীত-সন্ত্রস্ত অনেক আফগান ও মার্কিন সেনা তালেবানদের সদ্য-নিয়ন্ত্রিত রাজধানী কাবুল ত্যাগের প্রচেষ্টা চালানোর সময় ওই হামলার ঘটনা ঘটে। দায়েশ বা কথিত আইএস এই হামলার দায় স্বীকার করেছিল। তৎকালীন বাইডেন সরকার আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছিলেন এবং ওই সেনা প্রত্যাহারের ক্ষেত্রে অযোগ্যতা বা অদক্ষতার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিল বাইডেন সরকার। 

২০২৩ সালের এপ্রিল মাসে হোয়াইট হাউজ জানায় যে আফগান তালেবান সরকারের সেনারা ওই হামলাগুলোর মূল পরিকল্পনাকারীকে হত্যা করেছে। তাকে আইএস-খোরাসান অন্যতম শীর্ষ নেতা বলে উল্লেখ করা হয়েছিল। 

এদিকে কাবুলের ওই বোমা হামলার পরিকল্পনায় জড়িত মোহাম্মাদ শরিফুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে বলে খবর দিয়েছে গতকাল সিএনএন। এ ব্যাপারে পাকিস্তান গোয়েন্দা সহায়তা দিয়েছে বলে সিএনএন উল্লেখ করেছে। # 

পার্সটুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।