স্বীকারোক্তি
ইউক্রেনকে সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প
-
জেলেনস্কি ও ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ইউক্রেনের মনোভাবের সমালোচনা করে বলেছেন, রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন। শুক্রবার নিজের অফিসে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিয়েভের চেয়ে মস্কোকে সামলানোই বেশি সহজ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথেই ভালো কাজ করছে।
ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তৎপরতাকে পরোক্ষভাবে যৌক্তিক হিসেবে তুলে ধরে বলেন, পুতিন যা করছেন অন্য যে কেউ হলেও তাই করতো। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে পুতিন যুদ্ধের অবসান চান। কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তিনি তা বলতে পারছেন না।
পুতিনের সঙ্গে ট্রাম্পের সরাসরি কূটনীতি ন্যাটো সহযোগীদের বিস্মিত করেছে। কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রাশিয়ার অভিযানের পর পশ্চিমারা কার্যত রাশিয়াকে পরিত্যাগ করেছিলো।
জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বাদানুবাদ সত্ত্বেও তার ফরেন পলিসি টিম গত দুই দিনে ইউক্রেনের প্রতি আরও সমঝোতামূলক বলে মনে হচ্ছিল। যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন তার বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দিয়ে চুক্তিতে সই করুক এবং মস্কোর সঙ্গে দ্রুত যুদ্ধবিরতি করতে সম্মত হোক।
জেলেনস্কি চুক্তির অংশ হিসেবে কিয়েভের জন্য নিরাপত্তার নিশ্চয়তার জন্য চাপ দিচ্ছিলেন। শুক্রবার ট্রাম্প বলেছেন, এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি পরে আলোচনা হতে পারে এবং এটা হবে সহজ একটা বিষয়। একই সঙ্গে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে শান্তিপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথে রাশিয়ার তুলনায় ইউক্রেনকে সামলানো বেশি কঠিন হয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।