ঐক্যবদ্ধ থেকে শত্রুর যেকোনো হুমকি নস্যাত করতে হবে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i147846-ঐক্যবদ্ধ_থেকে_শত্রুর_যেকোনো_হুমকি_নস্যাত_করতে_হবে_পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যকে এই মুহূর্তে তার দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিদ্যমান সমস্যাবলী সমাধানের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৯, ২০২৫ ০৯:৪৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইফতারপূর্ব বৈঠকে মাসুদ পেজেশকিয়ান
    ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইফতারপূর্ব বৈঠকে মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যকে এই মুহূর্তে তার দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিদ্যমান সমস্যাবলী সমাধানের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (শনিবার) সন্ধ্যায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইফতারপূর্ব এক বৈঠকে এ আহ্বান জানান। ওই বৈঠকে প্রেসিডেন্টের পাশাপাশি পার্লামেন্ট স্পিকার ও বিচার বিভাগের প্রধানসহ দেশের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে বলেন, একটি ঐক্যবদ্ধ জাতিকে দমিয়ে রাখার শক্তি কারো নেই। যে জাতির একজন নেতা আছেন এবং একটি নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে সেই জাতিকে কেউ আটকে রাখতে পারে না।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা শত্রুর যেকোনো দুরভিসন্ধি নস্যাত করে দেয়ার ক্ষমতা রাখি। শত্রুর কোনো ধরনের হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না। দেশে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করার মাধ্যমে এই শক্তি অর্জন করা সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট বলেন, "এটি আল্লাহ তায়ালার পরীক্ষা। আমাদের মধ্যে যদি বিভক্তি তৈরি হয়, মতভেদ মাথাচারা দিয়ে ওঠে তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হবো। কাজেই আমাদেরকে পরস্পরের হাত হাত রেখে, অন্তরগুলোকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সামান্য কারণে মেজাজ হারানো যাবে না।" ইরানি জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৯