যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা
দোহায় বৈঠক করলেন হামাস ও জিহাদ আন্দোলনের শীর্ষ নেতারা
-
যুদ্ধবিধ্বস্ত গাজা
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করার জন্য ফিলিস্তিনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের নেতৃবৃন্দ কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন।
বৈঠকে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মাদ দারউইশ এবং ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দুই সংগঠনের নেতারা বৃহস্পতিবার দোহায় বৈঠক করেন বলে হামাস এক বিবৃতিতে জানিয়েছে।
বৈঠকে দুই প্রতিরোধ সংগঠনের নেতারা ইসরাইলি আগ্রাসনের মুখে গাজাবাসীর অবিচল অবস্থান ও তাদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তারা ইহুদিবাদী আগ্রাসনে শহীদ যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বৈঠকে গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের অগ্রগতি, দখলদার বাহিনীর হাতে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গত দু’দিন ধরে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ব্যাপারে আবার শুরু হওয়া আলোচনা নিয়ে প্রতিরোধ নেতৃবৃন্দ মতবিনিময় করেন। তারা জর্দান নদীর পশ্চিম তীরের ইসরাইলি বাহিনীর চলমান পাশবিকতার তীব্র নিন্দা জানান। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪