ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা বেআইনি: রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i148030-ইরানের_ওপর_আরোপিত_সকল_নিষেধাজ্ঞা_বেআইনি_রাশিয়া
রাশিয়া বলেছে, ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা বেআইনি। মস্কো আরো বলেছে, তেহরান কখনও পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা করেছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৫, ২০২৫ ১০:১৫ Asia/Dhaka
  • ক্রেমলিন
    ক্রেমলিন

রাশিয়া বলেছে, ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা বেআইনি। মস্কো আরো বলেছে, তেহরান কখনও পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা করেছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (শুক্রবার) রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আইনগত ভিত্তি নেই বলে রাশিয়া কঠোরভাবে এগুলোর বিরোধিতা করছে। তিনি এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান।

পেসকভ বলেন, “ইরানিরা কখনও পরমাণু অস্ত্র অর্জন করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি কথাও বলেনি। কাজেই আমাদের দৃষ্টিতে ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা অবৈধ ও বেআইনি।”

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্য দাবি করছে যে, ইরান ‘সামরিক লক্ষ্যে’ তার পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। পাশ্চাত্য এমন সময় এ অভিযোগ করছে যখন জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ’র গভীর নজরদারিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। ইরানের মতো এত বেশি নজরদারি ও পরিদর্শন বিশ্বের আর কোনো দেশের পরমাণু কর্মসূচিতে করা হয় না।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ এ সম্পর্কে আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হওয়া সত্ত্বেও এ বিষয়ে পশ্চিমা দেশগুলো যে সংকট সৃষ্টি করেছে তা কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত; নিষেধাজ্ঞা আরোপ সঠিক পন্থা নয়।#

 পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।