ইসরাইলকে লক্ষ্য করে হামাসের ১৭ রকেট নিক্ষেপ; লক্ষ্যবস্তুতে আঘাত
https://parstoday.ir/bn/news/event-i148450-ইসরাইলকে_লক্ষ্য_করে_হামাসের_১৭_রকেট_নিক্ষেপ_লক্ষ্যবস্তুতে_আঘাত
পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২৫ ১১:৪২ Asia/Dhaka
  • ইসরাইলকে লক্ষ্য করে হামাসের ১৭ রকেট নিক্ষেপ; লক্ষ্যবস্তুতে আঘাত

পার্সটুডে- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে।

ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে ৭টি এবং লাচিশ এলাকার দিকে ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া, ইসরাইলি সেনাবাহিনীও গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলের বর্বর হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে শহীদ ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাঁদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।