নিহত ২৮, আহত ১০০০
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: হরমুজগান প্রদেশে ৩ দিনের শোক
-
শহীদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের শহীদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণে ২৮ জন নিহত এবং ১,০০০ জনেরও বেশি আহত হওয়ার প্রেক্ষাপটে আজ (রোববার) হরমুজগানের গভর্নর মোহাম্মদ আশুরি তাজিয়ানি এই ঘোষণা দেন।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পিরহোসেন কোলিভান্দ জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯০ জন এখনও চিকিৎসাধীন।
তিনি জানান, এখন পর্যন্ত ৯০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আগামী এক বা দুই ঘন্টার মধ্যে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ইরানের প্রতি জাতিসংঘের সমবেদনা
এদিকে, বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।
পুতিনের সমবেদনা, সহায়তায় প্রস্তুত মস্কো
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শহীদ রাজায়ী বন্দরে বিস্ফোরণের ঘটনায় সমবেদনা জানিয়েছেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, ট্র্যাজেডি-পরবর্তী ক্ষতি দূর করতে মস্কো সহায়তার জন্য প্রস্তুত।
এতে বলা হয়েছে, শহীদ রাজায়ী বন্দরে বিস্ফোরণে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি ও সমর্থন রয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পুতিন।#
পার্সটুডে/এমএআর/২৭