বন্দর আব্বাসে বিস্ফোরণ:
ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করল হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদ
-
শহীদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণ
বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদ।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, "বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বিস্ফোরণের পর আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব, সরকার এবং জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। আমরা ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি।" হামাসের বিবৃতিতে বিস্ফোরণে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনও ইরানের সরকার এবং জনগণের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
এদিকে, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনায় ইরানি জাতি ও সরকারের প্রতি সহানুভূতি প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে।
এতে বলা হয়েছে, ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে মর্মান্তিক ঘটনায় আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে, ইসলামি প্রজাতন্ত্র এই বেদনাদায়ক পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং জাতির স্বার্থে তার অগ্রগতি, স্থিতিশীলতা অব্যাহত রাখবে।"
শহীদ রাজায়ী বন্দর ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। বন্দর আব্বাস শহরের ২৩ কিলোমিটার পশ্চিমে ও হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এই কনটেইনার বন্দর দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।#
পার্সটুডে/এমএআর/২৭