বিলাওয়াল ভুট্টোর হুঙ্কার
'আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো ভারতীয়দের রক্ত'
-
বিলাওয়াল ভুট্টো জারদারি
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নয়াদিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি ভারত আক্রমণ করে, তাহলে মনে রাখবেন হয় সিন্ধু নদীতে পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্তপ্রবাহিত হবে। ’
আজ (শুক্রবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সামা টিভি।
খবরে বলা হয়েছে, সিন্ধু প্রদেশের মিরপুরখাসে গতকাল (বৃহস্পতিবার) এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘পাকিস্তান যুদ্ধে বিশ্বাস করে না। তবে সিন্ধু নদীর পানি রক্ষার জন্য আমাদের এখন নরেন্দ্র মোদির মুখোমুখি হতে হবে। আমাদের সেনাবাহিনী জানে যে কোনও উস্কানির উপযুক্ত জবাব কীভাবে দিতে হয়। ’
বিলাওয়াল ভুট্টো বলেন, ‘ভারতের জনগণও সিন্ধু নদীকে ভালোবাসে। এমনকি ভারতীয় জনগণও মোদিকে সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করতে দেবে না।
কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।
পালটা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই আবহেই গত মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়েছে।#
পার্সটুডে/এমএআর/২