ইয়েমেনের হামলায় তেল আবিবে চরম বিপর্যয়, ইসরাইলের 'অভেদ্য' প্রতিরক্ষা ব্যবস্থা ধূলিসাৎ!"
(last modified Sun, 04 May 2025 10:59:05 GMT )
মে ০৪, ২০২৫ ১৬:৫৯ Asia/Dhaka
  • বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার পরের দৃশ্য
    বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার পরের দৃশ্য

ইসরাইলি আকাশ প্রতিরক্ষাবাহিনীর একাধিক ব্যর্থ প্রতিরোধ চেষ্টা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বীরোচিত হামলা চালিয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের চার স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আজ (রোববার) এই ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রধান বিমানবন্দরের কেন্দ্রে আঘাত হানে।

ইসরাইলি দৈনিক ইদিয়োৎ আহরোনোত জরুরি সেবা সূত্রে জানিয়েছে, এই হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন।

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি বেন গুরিয়ন বিমানবন্দরের একটি এলাকায় আঘাত হানে

এদিকে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে বলেছেন: "আমরা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে।

হামলার পর ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ফুটেছে দেখা গেছে, বেন গুরিয়নে হামলার পর মাটিতে ২৫ মিটার গভীর গর্ত তৈরি করেছে।

ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, ইয়েমেনি হামলার পর আতঙ্কে ৩০ লাখেরও বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর রবিবারের জন্য নির্ধারিত ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরাইলে ফ্লাইট বাতিল করেছে।#

পার্সটুডে/এমএআর/৪